সুত্রে ভুল করিলাম
  এম, এ, সালাম
     ২৬-০৪-২১
~~```~~```~~```~~```~~
      জীবন যুদ্ধে লিখেছি কত?
                      যোগ বিয়োগের খাতা,
       যোগের সাথে বিয়োগের ফল,
                   কখনো  মিলে নি যথাতথা।


      জীবনের খাতায় অংক যখন
                 বারবার মিলানোর চেষ্টা করি,
      কঠিন লেগেছে অংক মিলাতে,
                         হায় কেমনে ধৈর্য্য ধরি।


      দু'য়ে -দু'য়ে যে চার হয়
                           যোগ গুনেরই বেলায়,
     দু'য়ে -দু'য়ে শূন্যে হয় যে
                        বিয়োগ ভাগের বেলায়।


     জীবন খাতায় যখন আমি-
                       যোগ বিয়োগ করে দেখি,
     তালগোল হয়ে যায় ফলাফলে,
                ফলাফলে শুন্যে'র ভাগ বেশী।


     সারা জীবন কলুর বলদের মত-
                               শুধুই খেঁটে গেলাম,
      ফলশ্রুতিতে জীবন খাতায়,
                  মোটা অংকের শুন্যে পেলাম।


      হিসেব করে দেখিলাম আমি
                   জগৎ মাঝে, লাভের বাজারে,
      লাভের চেয়ে লোকসান বেশী,
                        যোগ বিয়োগের ব্যাপারে।


      পঞ্চাশ  বছর অংক কষিলাম
                কত খাতা কলম করলাম শেষ,
      এই মিলে যায় এই মিলেনা,
                  গনিতের সুত্র জানা নাই বেশ।


      নাকি ভুল সুত্রে অংক কষিলাম
                          ধরা পড়ল বেলার শেষে,
      এখন যে আর সময় নেই রে,
              পূনঃ মিলাবো কিসের আশে।