গরু কিনছে ওই নুরু মিয়া-
     রায়ভোগের বাজারে,
মানুষ উঠছে কয়েক জনেক
     গরু ছাগল হাজারে হাজারে।


মোরা চার ভাগে কুরমানি দেই-
    হগল ভাগীরা চ্যাতা,
রিষ্ট পুষ্টি গরু কিনতে চাই
     দূর্বল হলে পাব ব্যাথা।


মোগো,আজিজ খলিফা সঙ্গে ছিল-
    গরু কিনতে পারে ভাল,
দালালের খপ্পরে পড়ে আরজ
    দ্যাহে যে গরু, তার নেই ছালো।


মুই গেল্লাম গরু কিনতে আজ-
     চাইলতাতলীর হাটে,
গরুর দাম হুইন্না মুই যে
     বেদিকে বাড়ির দিকে আডি।


কাল, গেরামে যাব গরু কিনতে-
    হায়!   ঘুরে বাড়ী বাড়ী,
কালা একটা গরু দেইক্কা আরজ
     কিনবার জন্য দেছে আড়ি।