টাকা চাই টাকা
এম,এ,সালাম
১৮-০৭-২১
==============
অর্থের লোভে মানুষ আজ
পাপের নেশায় মত্ত,
ভাল মন্দ যাচাই করে না
কোনটা আসল সত্য।


শেষ বিচারের ধার ধারে না
পাপ করেই চলছে,
দুর্নীতি আর সন্ত্রাসী কাজকে
মামুলী কাজ ভাবছে।


টাকা ব্যতিত অচল জীবন
ওদের সত্য কথন,
অতি লোভে যে তাতি নষ্ট
বলছে দাদু রতন।


সুদি ভোক্তার সুদটা লোটাই
হয় যদি ভাল কাজ,
ক্ষমতার জোরের সন্ত্রাসীকে
ভাবে মাথার তাজ।


যারা ধনী আছে,তারাই চায়
অনেক বেশী টাকা,
গরীব মানুষের ভাত জুঁটে না
অর্থের থলে ফাঁকা।


গরীবের পেটে লাথিটা মেরে
টাকা কামাই করে,
কোরবানি দেও বড় ষাড়টা
গরীবের হক মেরে।


টাকা দিয়েই সব পাওয়া যায়
পাওয়া যায় না সুখ,
লোভী মানুষ কেমন চলছে
আয়নায় দেখো মুখ।