তালি বাজাও (১৭৮৪)
এম,এ,সালাম (সুর  ও ছন্দের কবি)
২৩-০৫-২২
🏒🏒🏒🏒🏒🏒🏒🏒🏒
  জঠর,তুন্দি, নাই
  ডৌলের লেখা লিখে আমি
  আনন্দে গান গাই।


  ইকি,উকি, বুকি,
  দেশটা যখন আমার হাতে
  নেইতো কোন ঝুঁকি।


  গরু, ছাগল, খোকা,
  আমি ছাড়া এই দুনিয়ায়
  সবাই ভীষণ বোকা।


  উরি ,উরি, বাবা,
  চারিদিকের মানুষগুলো
  এক্কেবারে হাবা।


  কাঠ ,মাটি ,ফাটা,
  ঘিরে থাকা তোষামোদি
  ভীষণ চটি চাটা।


  কালি, কলম, খাতা,
  কে বলেছে থাকবে মানে
  লিখবো যে কবিতা?


  সকল কথার সার,
  স্ব- লেখায় দেবো আমি
  নিজেই পুরস্কার।


চা-টা,কপি খেলে
মাথা মগজ থাকে ঠিক
পরিমান মত পেলে।


আলি, বালি, জালি,
গোপনে যে যা বলুক না
দিতে হবে তালি।