মনে রাখিবে বন্ধু মহল-
  আমার একটি কথা,
যেখানেই শক্তিশালি তুমি
     দূর্বল সেথায় যথা।


কথায় কাজে তাচ্ছিল্য করি-
     ছোট ভেবে যাকে,
সেই কিন্তু বিপদ কালে
     থাকে তোমার পাশে।


সবই কিন্তু পরনির্ভশীল-
    এটাই সত্যি কথা,
অমোঘ বাক্য ভুলে গেলে
      বিপদ আছে যথা।


আজ যাকে মালি ভাব-
     মালিক তিনি কাল,
এ কথাটি মাথায় রেখেই
      সামনে এগিয়ে চল।


চামচিকা ফাঁদে পড়িলে-
     লাথি মারে হাতি,
ইঁদুর ছাড়া সিংহ মামার
     জ্বলবে লাল বাঁতি।


তুচ্ছ করে ছোট সাপকে-
   অবজ্ঞা কর না,
সাপের মাথে মনি ভেবে
    তাকে হাতে ধর না।