থামিয়ে দাও নগ্নতা
      এম,এ,সালাম


নিশিদিন তারুন্যকে দেখেছি নানা ছলে-
লাঘাম ছাড়া ঘুরি দেখেছি,
উড়ছে বাতাসের তালে তালে।


যৌবনের উৎকর্ষতা দুর্জয় অভিমান
       কোন বাধাই থামাতে পারি নি,
হয় জনসম্মুখে কত অপমান।


ফুল বাগানে দর্শনীয় কত শত-
     সীমাহিন বেদনার নীলিমা,
দেহের ক্ষুধা মিটাতে চাই প্রিয়তমা।


মন গাঙ্গে উঠছে তুফান-
     সারা অঙ্গে অগ্নীঝড়,
কামুক হৃদয়ে ক্ষুধা মিটাইবার।


নগ্নতা আজ উড়ছে হাওয়ায়-
    ডানায় ভর করে,
ঝাঝাল্যে নগ্নতা থামাতে কেবাপারে
  
লজ্জার চেয়ে মৃত্যু ভাল-
   নিলজ্জার চোঁখে দেয় নি কাজল,
সাধুবাক্যে হবে না সাধন ভজন।


ঘরে বাইরে নৈতিক শিক্ষার-
   যদি থাকে না কারুকাজ,
তবে নগ্নতা বন্ধ হবে না আজ।