থিসরাস
    এম সালাম
         ৩০-০৮-১৯
সাগরের তলদেশে কত কিছু আছে-
   সলিল সেঁচে কেহ মানিকের আশে,
জল সেচে যে পাগল মানিক খোজে-
কি পেয়েছে কি পাবে সেই কিন্তু বোঝে।
কোটি কোটি তারকা এক সামিয়ানায়-
দিনের আলোয় থাকে কে কাকে জানায়।
অগনিত অজনা কত তথ্যের সমারোহ-
কম্পিউটারে সন্নিবেশিত সব জানে কেহ।
নতুনত্বে কাব্য শব্দ থিসরাসের গুনাবলি-
বাস্তব আঙিকে কবিবন্ধু কাব্য লিখে চলি।
প্রেম ভালবাসা আর আবেগের সুরে-
কাব্যের কত কথা ওই নীল আকাশে ঘুরে।