থমকে গেছে পৃথিবী(আবৃতি)
     এম,এ,সালাম
      ২৯-০৩-২০


হে মানবকুল দেখছি পৃথিবীটা
বিপদের জালে পড়ে থমকে গেছে,
মানুষ তুমিত জান এই পৃথিবীটা
এক কঠিন ব্যধিতে আক্রান্ত।
করোনা নামের এক  নির্বিকার জীবানু
কাবু করেছে পৃথিবী সচেতন মানুষ গুলিকে।
তবে,করোনার প্রকোপে জানিলাম
মৃত্যুর কোন দেশ নেই,জাতি নেই ধর্ম নেই
নেই কাটা তারের বেরায় আবদ্ধ,
নেই বর্ণ জাত বিজাতের হুংকার।
তবে আজ জানিলাম প্রকৃতি চাইলে সবপারে
তুমি পার টাকা পয়সা, ক্ষমতার দম্ভ চুরমার করতে।
হে মানবজাতি জানতে ইচ্ছে করে
তোমার অন্তরে,রন্ধ্রে রন্ধ্রে এত দম্ভ কেন?
সৃষ্টির সেরা জীব বলে তুমি এত্ত দুর্ভাগা কেন?
তুমি এখনো কি সত্যিকার মানুষ হইতে পারনি।
আমি অনুভব করছি সকল ধর্মের মানুষ
ভয়ে হত-বিহ্বল, সুখের ঘুম হারাম।
করোনার ভয়ে সব ধর্মই শুধু আল্লাহর নাম যপছে।
যখন করোনা ম্যাসেজ দিল, মানুষ
তুমি সতত লজ্জায় মুক ঢাকো
কারণ তোমার বিষবাষ্পের ভয়ে দম বন্ধ।
করোনা,তুমি কি খেলা দেখাইলা, চীনে,ইটালী, স্পেন,ইরাণ ও বাংলাতে-
সবাই ভয়ে আর খেলতে চায়না
ক্ষমতা ও শক্তির বাহাদুরি নিয়ে।
ওহে ক্ষমতাশালী রাজা তোমাকে যেন
অভিমান, অভিশাপের বিষবাষ্পের
আগুনে ছুঁইয়ে না যায় কোন কালে।
মানুষ তোমার দোহাই লাগে এবার
ভালবাস প্রকৃতিকে,ভালবাস পৃথিবীকে নিজের মত আপন করে
হিংসা বিদ্বেষে অনাচার ভুলে গিয়ে ভালবাসার মায়ায় গড়ে তুলি আগা
দিনের সুন্দর ভুবনটাকে।