রাঁধুনির রান্নাঘর দেখে টিভিতে-
   ছেলে আমার বায়না ধরে,
এই মুহুর্তে হায়! যদি পারিতাম
ইলিশকোরমা পোলাউ লোভিতে ।


হায়রে! কোথায় পাব ইলিশ মাছ-
    সব জায়গাতে অবরোধ,
ইলিশ কোরমা খেতে পারিলে
ছেলের লোভটা হবে গতিরোধ।


মাছ বাজারে খুজলাম ইলিশ-
   কোথাও সন্ধান নাহি পাই,
বায়নার দুঃখ মনে নিয়ে
ইলিশের জন্য এখন কোথায় যাই?


দেখেন ভাইরা টিভি দেখেই-
   সাধ জাগছে কোরমার লাগি,
ছেলের কষ্টগুলো ভুলে গিয়ে
মাছ না পেয়ে, সাধ গিয়েছে ভাগি।


কোরমা যদি খেতে না পারে-
   ছেলের কষ্ট লাগবে মনে,
বুঝিয়ে বলব অবরোধের কথা
লোভটাকে সামলাতে হবে এক্ষনে।