এ জীবন যদি শেষ না হয়-
   তবে বেশ হয়,তবে বেশ,
সুখের নিবাস গড়িব দু'জন
    শুধু,ভবি জীবনের আশায়।
    
পথ চলা যদি শেষ না হয়-
    তবে বেশ হয়,তবে বেশ হয়,
কেমন করে পথ চলিবোরে
     একটু সুখ পাওয়ার আশায়।
    
ভালবাসা যদি শেষ না হয়-
    তবে বেশ হয়,তবে বেশ হয়,
কি করে স্বর্গ রচিব বন্ধু?
    জীবন গড়িব কোন আশায়।


প্রেম যেন বিরহের কারণ না হয়-
    তবে বেশ হয়,তবে বেশ হয়,
যদি বিরহে রূপ নিয়ে থাকে তবে
    প্রেম করিকবে কোন আশায়।