টোকাই
      এম এ সালাম
           ০৫-০৫-১৯


টোকাইরা টোকায় নাকি-
      টুকরো কাগজ,
বিক্রি করে জীবন বাঁচায়
     করে ভাতের খোজ।


প্লাস্টিকের বোতল টোকায়-
     কমিউনিটি সেন্টারে,
রেস্তরায়ও টোকাই করে
      খালি বস্তা ভরে।


বিক্রি করে পিচ হিসেবে-
   বাহালির দোকানে,
যাহা পায় তাহা দিয়া
    চাউল,ডাইল কিনে।


টোকাই ছেলের জীবনটা-
    আসলেই কষ্টে ভরা,
সব সময় থাকে ওদের
    সরল মনটা মরা।


তিলে তিলে শয়ে শয়ে-
    কত কষ্ট করে,
কষ্টের কথা কাহার কাছে
     বলিতে নাহি পারে।


বৃদ্ধ মায়ের ঔষধ পত্ত-
    বোনের লেখা পড়া,
সারাদিনই ব্যস্ততায় কাটে
     মনে থাকে জড়া।