নিহার খুব বেশী মনে পড়ে তোকে-
    বৈরী আবহাওয়া মেঘাছন্ন আষাঢ়ে,
পূর্নিমার রূপালী চাঁদ কিরণ বিলায়,
   ভালবাসার মানুষ কাছে পাবার আশে।
সন্ধার পড়ে রূপালী চাঁদটি কত যে-
     সম্মুখ শোভা বিলিয়ে যায়,
মনের মাঝে তোমার স্মৃতি ভেসে উঠে
  এই অবেলায় তোকে কাছে পাবার আশায়।
আঁচল পাতিয়া দু'জন দুজনে বসি-
    সবুজ জ্যোৎস্নাময়ি কোমল গাসের পড়ে,
গল্প করি দু'জন দুজনে পাশাপাশি হয়ে।
মেঘাছান্ন আকাশে চাঁদ মামা যে-
    মোদের দেখে মাঝে মাঝে উকি দেয়,
তোকে নিয়ে পায়চারিতায় পথ চলিব,
  জ্যোৎস্নার আলোতে নতুন গল্পের আশায়।
নিহার তুমি রাগ করিয়া একাকী কেন?
    প্রভাব খাঁটাও পুরাণো প্রেমের বলে,
ছলে বলে কলে কৌশলে আমার  সনে,
    পুরাণো কথা তুমি আবেগে যাবে বলে।