সে দিনের সেই স্কুটারের ভ্রমন-
     আজ যখন মনে পড়ে,
মনের ডাইরির কাগজ উল্টিয়ে
    তোকে দেখি বারে বারে।


কীর্তনখোলার পুলিন ধরে হেটেছি-
     দেখেছি নদীর মঊজ গুলি,
দেখেছি বনিকেরা পন্য বোঝাইয়ে
   তরী জোয়ারে দিচ্ছে পাল তুলি।


কীর্তনখোলার বেলা'র পার্কে বসে-
  তোকে নিয়ে কত গল্প করেছিলাম,
অনেকের কাছে এই সলিলের গল্প
    দু'জনে মন দিয়ে শুনেছিলাম।


তোকে মনে পড়িলে, কত যে স্মৃতি-
     মনের কোনে ভেসে উঠে,
তোকে ব্যতিত কিছু ভাল লাগে না
    তাই মনের ক্ষুধা মিটাই কবিতা লিখে।


তোকে নিয়ে কত যে কাব্য লিখেছি-
  ভেবেছি প্রকাশ করিব গ্রন্থ মেলায়,
রঙ মহলের এই ফাকিবাজি মেলায়
   বিধি কত রঙ বিরঙের খেলা খেলায়।