তোমায় ছোঁয়ার আশে (১৯৬১)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৬-১১-২০২২
====================
তোমার গোলাপি ঠোঁটের মিষ্টি হাসির
প্রেমের মায়ায় পড়েছি,
তোমার কাজল কালো হরিণ চোখের
ভালোবাসায় হেরেছি।


ওই টানা টানা ওই হরিণ চোখ যখন
মিশির মত কাজল পরো,
তোমার রূপের ভুবনের মোহেনীতে
আমার দৃষ্টিখানি কারো।


আবেগের ছলে মিষ্টি ঠোঁটে কত কথা?
মোবাইল ফোনে যখন,
সখী মন তোমায় তখন পেতে চায়রে
মায়ার হারাই তখন।


তুমি হাসি মুখে আর নয়নে তাকাও
আমার দিকে যখন,
প্রেমের বহ্নিতে পোড়া মন চোখের জলে
ভালোবাসায় পরেছে তখন।


তুমি যখন চঞ্চল মনে হেলেদুলে চলো
আমার কি যে ভালো লাগে!
তোমার কোমল রূপের ঢেউয়ের তাল
মননে আমার প্রাপ্তি জাগে।


তোমার কালো কালো ভ্রু যুগলের রুপে
আমি তোমার মাঝে হেরে যাই,
তোমার পায়ের রুনুঝুনু নুপুরের ধ্বনির
মাঝে তোমায় খুঁজে  যাই।


তোমায় প্রেম দরিয়ায় সাঁতার কাটবো
তুমি আসবে কখন কাছে?
সেই কামনায় মনকে ভুলিয়ে রাখছি
তোমায় পাওয়ার আশে  নাচে।