তোমরা বাসর সাজাও গো-
     আমার প্রাননাথ আসবে,
সব সেজে গুছে পরিপাটি রেখ
  বাসর ঘর  সাজিয়ে রাখবে।


মনের কোনে দোলে ফাগুন -
   ফুলের পাপড়ি দোলে ডালে,
বাসর ঘরে জ্বলবে বাঁতি
   সার্কিটের তালে তালে।


সব ভালবাসা বিলিয়ে দিব-
   আমার প্রান নাথের জন্য,
সারা জীবনের সাধনা-বেদনা
    ভাগাভাগি করে হব ধন্য।


মনানন্দে রাত কাটাব,গল্প করে-
   আর প্রেমের খেলা খেলে,
ইতিহাসের পাতা থেকে স্মরনীকা
    বলব গল্পের তালে তালে।


কত মধুর তম জীবন হবে-
      সুখ-দুঃখ নিব ভাগ করে,
সব ভালবাসা বিলিয়ে দিব
      মন থেকে উজাড় করে।


আজ দীর্ঘ দিনের লালিত স্বপ্ন -
    একান্তে পূরণ হতে যাচ্ছে,
এখন থেকে যা কিছু হবে
   শুধু তোমার আমার ইচ্ছে।