তোমায় ভুলি কেমনে!(১৮৫৯)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
১৫-০৮-২০২২
_____________________
ভুলি কেমনে তোমায় আমি স্বাধীন কবি,
হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালী তোমায় নিয়ে ভাবি।
তুমি তো মিশে আছো সবারই অন্তরে,
সাতই মার্চের ভাষণটি যে কেড়ে নিছে মন তোরে।
তুমি ছিলে স্বাধীন বাংলার নিবেদিত প্রাণ,
তোমার সাথে  ছিল না কাহারো মান অভিমান।
তোমার রক্তের ঘ্রান আজও নিশ্বাসে পাই,
মন চায় তোমায় মুখখানা দেখতে ধানমন্ডিতে যাই।
বুলেটের গুলির রক্তের ছাপ সিঁড়ির মাঝে,
ওইতো সেদিনের ষোল তাজাপ্রাণের আর্তনাদবাজে।
তোমাদের যারা মেরেছে,তাদের ঘৃণা করি,
ওদের মানুষ নয়তো ঘৃণাভরে পশু হিসেবেই স্মরি।