তোর চেনা হাসিটা
          এম,এ,সালাম
           ১৮-০১-১৮
তোর হাসিটা চিনি আমি-
    দেখেছিলাম সেদিন আড়াল হতে,
সেই হাসিটা দিয়েছো বলে আজি,
     এত্ত চেনা চেনা লাগে।


অল্প সময়েই গল্প করেছি কত?
      পুষ্প কাননের মাঝে,
মেঘের ভেলায় যাবার পথে
     চিনিছি হাসিমাখা মুখ দেখে।


তোর হাসিতে চেপে বসেছে-
      নাছর এ বান্দার মনটা,
তোর হাসিতে পাগল পাড়া
      প্রতীক্ষায় থাকে মনটা।


ফুলের আড়ালে যাবার কালে-
      হাসিমাখা হাসিতে,
আগের চেনা দেখেই চিনে ফেলেছি
     থাকি শুধু ভালবাসিতে।


মিষ্টি হাসিতে দেখেছিলাম একদিন
     মনটা ছিল আবেগে ভরপুর,
নুপুর পায়ে যাচ্ছ তুমি
      এই সোনালী ভরাদুপুর।


গাগরী পড়েছো তাইতো তোকে-
      চিনে ফেলেছি আমি,
মধুমাখা হাসিতে পাগল হয়েছি
      এইটুকু আমি জানি।


হাসিতে তোর মুক্তা ঝড়েছে-
        কেড়ে নিয়েছো মন,
সাদা ধবধবে দন্তগুলোর হাসি
     মনের কোনে শিহরণ।


সে দিনের সেই রঙিন হাসিটার ছাপ-
     হয়েছে বন্দি মনে অটো,
ক্যামেরা ছিলনা সংগে আমার
     কিভাবে হয়েছে ফটো?