শুয়ে আছি বিছানায় ঘুম আসে না-
      এপাশ ও পাশ কাটি,
কাব্যের কথা যাহা লিখিয়াছি আমি
       এই কথাগুলি খাঁটি।


তোর মুখখানি যখন মনে পড়ে-
       ভাল লাগে না কিছু,
তোর কাছে ছুটে যেতে মন চায়
       কাজ আছে যাহা কিছু।


সেই দিনের সেই নদীর পাড়ে-
       পার্কে ঘুরেছিলাম,
সেই স্মৃতি আজ মনে  পড়িলেই
      দেখি, সবকিছু হারিয়েছিলাম।


দু'জনে অটোতে করে ঘুরেছিলাম -
     মনানন্দে গল্প বলার ছলে,
মনের মুকুরে সেই স্মৃতিগুলো আজ
     কেন যেন নতুন করে বলে।


হাটিতে হাটিতে অফিসে গিয়েছিলাম
       তোর প্রশিক্ষনের ব্যাপারে,
পাশ থেকে একজনে কল দিয়েছিল
       মনে হয় খেলার র‍্যাপারে।


আউয়াল ভাইর কাছে বলেছিলে-
       এ যে আমার আপনের আপন,
আমার কাছে সেই দৃশ্যটি মনে হয়
       লেগেছিল স্বপ্নেরই মতন।


চা-চক্রে তিনজনে  নানা গল্প করেছি-
    কত অজানা তথ্য নিয়ে,
সেই দিনের সেই কথাগুলো যেন
     আজও পড়ে যায় মনে।


তোর মুখ খানির মত মুখ দেখি না-
       কত ফিমেল চোঁখে পড়ে,
তোর কথা যখন মনে পড়ে যায়
        চোঁখ দিয়ে অশ্রু ঝড়ে।