তোর ভালবাসার জন্য
         এম এ সালাম
         ২৬-১০-১৯


হেমন্তের ঠোঁটে রাখা চিরকুট-
     পড়েছো কি তুমি?
ধান্যের পূষ্পের পাপড়ি মত
      উজান ভাটার মলয়ের ঢেউ।


আবির দুলদোলানিতে মাখা-
     ভোরের টলমলে কারুকাজ,
পড়েছি হস্তপিঠে মেহেদীর নকশা
     অপরাহ্নের লাল অবয়াবে।


সন্ধায় তোমার অরুনরাঙা বদনে-
     হার মানিয়েছে রবিকেও,
রাত্রীর নির্জনে নিরিবিলিতে কত
     ক্লান্ত পথিক ঘুমের নেশায় ব্যস্ত।


গাঁয়ের পথ দিয়ে যখন চলছো-
    কি করব ছোঁয়ার মতো,
ছুঁয়ে যাও মনের আপন ঠিকানায়
     হাজার বছরের  ক্লোরোফিলে।


যখন তোকে কেউ দেখে না-
     তখনো অন্তরে থাকো তুমি,
আলোক চিত্র হয়ে যুগ যুগ ধরে
     এটাই ভালবাসার  নিদর্শন।