ত্রিশ বছর পড়ে(রোমান্টিক)
    এম এ সালাম
         ১৮-০৯-১৯


বন্ধুর সাথে দেখা হল তিরিশ বছর পড়ে-
হঠাৎ করে মুখোমুখি চোখের নজর কাড়ে,
বোখরা পড়া মুখোশ বাঁধা চিনা বড় দায়
কেন যেন আমার দিকে বারে বারে চায়।
আমারও চোখ পড়াতে নজর নিল কেড়ে
চিলের মত হঠাৎ করে আমার হাতটি ধরে।
ভাবাবেগে জড়িয়ে পড়ে আপ্লুত হয়ে যাই-
ত্রিশ বছরের স্মৃতিগুলো উথলে উঠে তাই।
হায়! কেমন করে ওই মুহুর্তের বিবারণ
কাব্যের ভাষায় মনন দিয়ে লিখে যাই।
মুচকি হাসি হেসে দিলাম উভয়ের চোখে মুখে-
স্মৃতি পটের কত কথা বলতে পারিনা মুখে।
কত কথা হল সেদিন আবার নতুন করে-
কথার ছলে পানের খিলকি মুখ রঙিন করে,
নাস্তা খেলাম তিনজনে মিলে সাথে ছিল ভাবী-
মোদের কথা শুনলো ভাবী মনোযোগ দিয়ে সবই,
রুচিতার সব বয়ে'রা শুনে মনে মনে হাসে
লাচ্ছি খেল সেই মানুষটি বসে আমার পাশে।
বিদায় নিলাম ব্যস্ততা দেখিয়ে যে যার মত করে-
পুরাণো স্মৃতি নতুন করে গাঁথিলাম অন্তরে।