টুকরো রোষানালে((১৯২৬)
এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
১২-১০-২০২২
"""'''"""'''''''''""""""""""""""""""""""""""
কোথায় যাও কোন দূরে
কার যে নেমন্তন্নে?
কোন সাহসে দম্ভিত হও?
কার নিমকের অন্নে।


সংখ্যাধিক্য সংখ্যা গুরু
এই সমজের চিহ্ন,
সর্বকালের আগ্রাসনে
রূপ বদলায় ভিন্ন।


রক্তের সাথে হানাহানি
আঁতে রাক্ষুসে বেশ,
কানে কানে কানাকানি
ধ্বংস হচ্ছে যে দেশ।


সরল সাধারণ নির্যাতিত
ক্ষমতাধরের দীক্ষা,
চাটুকারের অপকৌশলে
সমাজ দেয় কি শিক্ষা?


দলে দলে যে রণক্ষেত্র
রক্তে মাটি রাঙ্গা,
খবরের কাগজ খুললেই
সাম্প্রদায়িক দাঙ্গা।


ধর্মে গোত্রে যে কাটাকাটি
ব্যবসার জেরে দ্বন্দ,
ধর্মে কর্মের রোষানল যে
কখন যে হবে বন্ধ।


ধর্ম দল নিয়ে বাড়াবাড়ি
স্থান কোথায় জানো?
অহংকারে কুড়ে খায় যে
শুধুই আঘাত হানো।


মন দিয়ে শোন সুধীজন
ধর্মমত যে অন্তরে,
ভালো মানুষ যে অপ্রতুল
ভেবে দেখো মন্তরে।