সেই সন্ধা হতে অপেক্ষা করেছি-
   তুমি আসবে আমার নীরে,
তোমার ছোঁয়া পাইব হয়তোবা
   নিশীতে হাজারো তারার ভীরে।


আজ স্নান করেছি সুগন্ধি সাবানে-
   হলুদে, সেম্পু করেছি চুলে,
কর্মকোলাহলে আগমনের কথা
    তুমি যেওনা সখী ভুলে।


সকাল হতে মনের আয়নায়-
    রূপালী পর্দায় দেখিতে পাই,
গাগরী পড়ে আলতা রাঙা পায়ে
    তুমি বসিবে মনের জানালায়।


হেমন্তের ওই জ্যোৎস্না উৎসবে-
    দু'জন বসব দখিনা মলয়ে,
তোমাকে নিয়ে তামাশা করিব
    রঙিন মনের আলতো বলায়ে।


জ্যোৎস্নার আলোতে বিলিয়ে দিবে-
   তোমার কোমল হস্তের ছোঁয়া,
সারাদিন ধরে ওই সৃষ্টির কাছে
     আবেগে করেছি কত দোয়া।