তুমি বড় ছলনাময়ী (বিরহের কবিতা)
    এম,এ,সালাম
     ২৩-১১-২১
===============
ছলনার ছলে তুমি বলেছিলে
  সখী তোমায় ভালোবাসি,
তোমারই কথায় সঁপেছি  মন
   বেধেছি প্রেমের ফাঁসি।


আমায় কষ্ট দিয়ে কি সুখ পেলে
   বরণ করছো অন্যের ঘর,
অভিনয় করে বলেছিলে তুমি
   কোন সময়  হবে না পর।


তোমায় নিয়ে গড়েছি প্রসাদ
   স্বপ্ন এঁকেছি নিজ  মনে,
স্বপ্নের বাড়ি নির্মান করিবো
  
সেথায় সুখী হব দুই জনে।


তোমার গোলাপী ঠোঁটের হাসি
     মনপ্রাণ করেছে উদাসী,
জানি তুমি আপন হবে না যে
   তবুও তোমায় ভালবাসি।


ভালোই যদি বাসো না আমায়
    কেন করেছিলে ছলনা?
হাতে হাত রেখে শপথ করেছিলে
    কখনো আমায় ভুলনা।


কোন বিবেচনায় পারলে সখী
    আমায় তুমি ভুলিতে,
হৃদয়ের মাঝে গেঁধে রেখেছি
  পারি নি তোমায় ভুলিতে।


তুমি সখি বড় ছলনা  ময়ী
   দিয়েছ খেঢ়বিষ ঢেলে,
সুখের সংসারে কালিমা লেপেছো
     ভাসিয়ে অশ্রু জলে।