তুমি চলে যাবে
    এম,এ,সালাম
      ০৩-০২-১৮


সময় টা ছিল সত্যিই অসময়-
  দোলের চাঁদ লুকালো নদীর মাঝে,
এই সাঁঝের বেলায় একা ফেলে
    তুমি চলের যাবে অজনা পথে।


জ্বালায় তোমার ভিতরটা পুড়ে-
    কালো কয়লায় পরিণত হয়েছে,
তবুও কেমনে যাবে জন্মস্থান ছেড়ে
    হয়তো আমার সাথে রাগ করে।


যতই তুমি কষ্ট পাওনা কেন?
   আমি যে তোমাকেই ভালবাসি,
তুমি ছাড়া আমার জীবন অচল
    চলে যাবে আমাকে একা রাখি।


চেয়ে দেখো মিষ্টি ভাষায় ডাকছি-
    তুমি ফিরে আস আমার নীড়ে,
কথা দিচ্ছি তোকেই ভালবাসিব
   সমাজের হাজারেও লোকের ভীরে।


তুমি চলে গেলে কষ্ট পাব আমি-
     ভাল থাকবে না যেথায় যাবে,
এর চেয়ে বন্দী জীবন কাটান ভাল
    মনের ইতিহাস সাক্ষী দিবে।