তুমি খুঁজো?(১৯৬৬)
এম,এ,সালাম (সুর ও ছন্দের কবি)
২১-১১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
তুমি খুঁজো কে দিল শরীরের নেয়ামত?
তুমি খুঁজো তাকে পাবার জাগ্রতবোধ।
তুমি খুঁজো, কে দিল তোমায় জীবন?
তুমি খুজো, কে দিবে তোমায় মরণ?
তুমি খুঁজো, কে দিলো তোমায় বাঁচার অন্ন?
তুমি খুঁজো, করেছো কিছু হন্যে তার জন্য।
তুমি খুঁজো, তোমার কর্মগুলো কেমন?
তুমি খুঁজো,কুরআন সুন্নাহর ছিলো যেমন।
তুমি খুঁজো সতত দ্বীনের কাজের ধরণ
তুমি খুঁজো কিভাবে করবে তাকে স্মরণ।
তুমি খুঁজো কে দিল  হরেক রকম খাবার?
তুমি খুঁজো তার সান্নিধ্যে রাস্তা পাবার।
তুমি খুঁজে ত্যাগ করো নিষেধ কাজগুলি
তুমি খুঁজো আঁকড়ে ধরো নবীর সুন্নাহগুলি।
তুমি খুঁজো এই কাব্যের কথা মিথ্যে নাকি
তুমি খুঁজো আরো আছে নাকি কিছু বাকি।