বৃষ্টি থেমেছে, আমি আসতেছি-
   তুমি বসে আছ সেইখানে,
যেখানে সবুজ, শ্যামলে বিকেলের
  অর্ক  ঊকি দিয়ে দেখছে তোমায়।


আশা ছেড়েছি হয়তঃদেখা হবে না-
    কিন্তু ঝড় থেমে মন বেগবান,
তুমি বসে থেকো সেই পাকা
    শেওলাপড়া দেয়ালের উপর।


ভাবছি পাশের পরিত্যক্ত নর্দমার-
   মশায় তোমাকে জ্বালাতন করছে,
বুঝতে পেরেছি, কষ্ট হচ্ছে তোমার
   কি করার আছে প্রাকৃতি নারাজ।


আশেপাশে অনেক চাতক-চাতকী-
  ছুটো ছুটি করছে খেয়ালিপনায়,
তুমি একাএকা মন খারাপ কর না
দেখা হবে সেকেন্ড বড়জোর মিনিট


তোমার চারিদিকে গল্পের হলি খেলায়-
ভিতরের পৃথিবীটা হয়তঃ এখন,
দুপুরের রোদের মত উষ্ণতায় ভরে গেছে
আসছি গল্প হবে দু,জনে বসে বসে।