টুনির ছানা (শিশুতোষ)
     এম এ সালাম
          ০৪-০৭-১৯


টুন টুনা টুন গাছের শাখে-
     খেলছো সারাদিন,
তোর জন্য ধরছে ফড়িং
     তোর মায় গোটা তিন।


ঝিঙে মাচায় ফিংঙে নাচে-
     টুনি নাচে ডালে,
ফড়িং নাচে গাসের উপর
     খায় তালে তালে।


পাতার তলে বাসা বেঁধে-
     ছোট্ট গাছের নিচে,
ঝুম ঝুমা ঝুম বৃষ্টি হলে
     থাকে পাতার নিচে।


হাবু-বাবু সকাল হলে-
    টোনার খোজে নামে,
যদি না পায় টুনির দেখা
    কাঁদে মনে মনে।


সন্ধা হলে টোনা-টুনির-
   লাফালাফি শেষ,
ছানার কাছে ঘুমিয়ে থাকে
    মহাসুখে বেশ।