ঊনিশের বিদায়লগ্নে
     এম এ সালাম
      ৩১-১২-১৯


বিদায়ের সুর শুনা যায়-
   সবার মুখে মুখে,
ঊনিশ সালটা কাটলোরে
  অনেক কষ্টে দুঃখে।


অনেক গুলো বিপদ গেছে-
    দর্শনীয় সবগুলো,
অর্থ-মানের ক্ষতি হইছে
    ঊনিশে অনেকগুলো।


এক্সিডেন্টে পা ভাঙলোরে-
    বিছানায় তিনমাস,
লাঠি নিয়ে হাটতে হইছে
    একটানা ছয়মাস।


হারে হারে বুঝতে পেরেছি-
    সালটি নয়,রে ভালো,
অমানুষের বাক্যলাপে ও
    মনটা ছিল কালো।


চিন্তায় চিন্তায় দাড়িচুল যে-
   পেকে হয়েছে সাদা,
চেহারা মোর ধারণ করছে
    দেখতে যেমন দাদা।


বিশ সালকে স্বাগত জানাই-
   লিখবেন না কেহ ২০...
পূর্ণভাবে লিখবেন সবাই
   সালটি কিন্তু ২০২০।