উড়ছে টাকা পাইনা দেখা
      এম এ সালাম
       ০৫-১০-১৯


উড়ছে টাকা পাইনা দেখা-
    কোথায় তুমি থাক?
অনেকে বড় কষ্টে আছি
     শুধু উকি দিয়ে দেখ।


খোজ নিলেই দেখা যায়-
   তুই  ঘোরো ফাইলে ফাইলে ,
পাওয়ার কোন নজির নেই?
   খুশী হতাম তোকে পাইলে।


এই ধরি, ধরি ধরতে পারি না-
     হায়! ঘুরি তোরই পিছে,
তোর পিছে ঘুরেই জীবন
    এক্কেবারে ষোল আনাই মিছে।


ক্যাসিনোতে ঘুরছে টাকা-
     টাকা ঘুরছে মাদকেতে,
হায়!উন্নায়নের টাকা ঘুরছে
     যার যার পকেটেতে।


টাকা,বালিশ খায় নালিশ খায়-
    খায় কথার মারপ্যাচে,
কেহ আবার খানিক পেয়ে
     চোখ দু'হাতেই মুদিতেছে।


শুনেছি কেঁচো খুজলে সাপ বেরুই-
    এখন বেরুই টাকা,
মিথ্যে কথায় ঢাকতে চায়না
     বালিশের নিচের টাকা।


ধরা পড়ছে থলের বিড়াল-
     এখন কেমন করি,
ধরতে গেলেই ফোস করবে
      দুঃখে লজ্জায় মরি।