উষ্ণতার মাঝে শ্রবন
     এম,এ,সালাম
      ০৪-০৮-২০


শাঁ-শাঁ রবে অনিল বহিছে
    সাথে মুষল ধরে বৃষ্টি,
গ্রাম বাংলার মেঠো পথগুলি
    স্যাত-স্যাতে কাদার সৃষ্টি।


প্রবলবেগে বাতাস বহিছে
       অবসার নাহি পাই,
ঘরের বাহির হইতে পারি না
       ঘরে যে ছত্র নেই।


দিন রাত শুধু বৃষ্টি পড়ছে
    নিস্তর নাহি আছে,
কর্মস্থলে যেতে পারি না
    ছাতা বিহীন মাথে।


অম্বরের দিকে দৃষ্টি দিতেই
     পেঁজা পেঁজা কাল মেঘে,
নীল আকাশটা ভারী মেঘে
    বৃষ্টির দারুন  ভাবাবেগ।


বাগানের সব ফুল কলিদের
    নিঃশ্বাসে হচ্ছে কষ্ট,
অতিবৃষ্টিতে মৌমাছিদের
   মধু সংগ্রহে হচ্ছে কষ্ট।


চোঁখে দেখিনা সুর্যের আলো
      দিন ভর মেঘে ঢাকা,
সপ্তাহ খানেক শ্রবনের মেঘে
    সুর্যকে যায় নি দেখা।


নীড়ের পাখীরা  নীড়েই ছিল
   মনের কষ্টে নীড়ে বসে,
বৃষ্টির মধ্যে যেতে পারে নি
    কোথাও খাবার  আশে।