উদ্ভটদের কু-কৃতি
  এম,এ,সালাম
   ১৮-১১-২১
______________
ক্ষমতাদরের পিছে ঘুরে
   অসীম ক্ষমতা পেয়ে
সম্মানীদের ধার ধারে না
    আসে কাছে ধেয়ে।


তিলকে তারা তাল বানিয়ে
  স্বার্থের নাটকে ব্যস্ত,
ভুতের মুখে ওই রামনাম
   ভিলেন নাকি মস্ত।


ওদের স্বল্পমূল্যে ক্রয় করে
    সামনের সারিতে রাখে,
কান  কথায়  গুরুত্ব  দিয়ে
   খারাপ নজরে দেখে।


ফাঁক পেলে ঝামেলা বেধে
  ঝড়িয়ে পানি করে ঘোলা,
ভেবে দেখুন ওই উদ্ভট ছেলে
    কার ঘরের ওই পোলা।


ঘর পোড়ার মধ্য আলু পোড়া
    দেয়  শুকনো  চলা,
দোস্ত বাড়ির খাদিম দিয়ে সে
   বাড়ি ভিটা করে জলা।


কার ঝামেলা কাকে বাধায়?
    একটু চিন্তার বিষয়,
ঘোলা পানিতে মাছ মারিয়া
    স্বার্থ লোটার আশায়।