ভাবনা গুলো আটকে গেল -
              আমার মনের আয়নায়,
অন্তর চক্ষু খোলা নাইরে,
          কি ভাবে এর প্রকাশ পায়।


জলদি করে দেখাও আমায়-
          আয়না খোলার ইতিহাস,
টাল বাহানায় কাটিয়ে দিলে,
          দিনের পড়ে মাসের মাস।


ভাবিনা গুলি উকি মারে-
      বেড়িয়ে আসার পথ পায়না,
দুঃখে ভরা এ জীবনটা,
       সুখের নাগাল দেখিবে না।


গোপন করে রেখেছো বুঝি-
         মনের সুটকেসে কথাগুলি,
সকাল বেলার সুর্যের আলোয়,
     কেটে যাবে নিশার ঘোরগুলি।


মনের আয়নার গোপন কথা,
         ভাংগা সুটকেসে থাকে না,
খেয়ালি পনায় তালা চাবিতে,
          আটকিয়ে তুমি রেখ না।


ভাবনা গুলি প্রকাশ করিলে-
              চিন্তা গুলো কমে যায়,
পেটের ভিতর বদ হজমটা,
              পার যদি সরিয়ে দাও।


ভাবনার মত ভাবা হলে-
          একটা কিছু ফলে যাবে,
অগোচালো কথাগুলো,
     মনের আয়নায় পড়ে রবে।