কতটা জানো বিন্দু সলিল কে?
   কতটা চেনা লাগে জল ড্রপারকে?
হেমন্তের বাতাসে গা ভাসালেই
   চেনা যায় কি ভোরর শিশিরকে?
    
ক্রন্দসী নারীর ক্ষয়িষ্ণু মন প্রান-
   বদন দেখেই কি চেনা যায়?
অট্টহাসিতে অধিক হাসিলে
     মহাসুখে আছে বুঝা যায়।


পূর্নিমার রাতে আঁচল বিছিয়ে-    
   গা এলিয়ে দিলেই ভালবাসা,
বুঝিতে হবে প্রেমের আবর্তে
     শুধুই স্বার্থ আদায়ের আশা।


ওরে বন্ধুর বিপদে বন্ধু আসিবে-
    এটাই শুধু বন্ধুর পরিচয়,
দুঃখের দিনে বন্ধু না এসে যদি
     সুখের দিনে উদয় হয়।


অপরাধ করে ক্ষমা চায় যদি-
     তারে কেমন মানুষ বলিবে,
অপরাধী যদি অপরাধ করেই যায়
     তার দৌরাত্ব কিভাবে বুঝিবেন।


রক্ত যদি হয় বিরক্তানুরুপ-
   ফুঁসে উঠে স্বজনের তরে,
জরাজীর্ণের বুকের ব্যাথা হায়!
   কি করে দূর করিবেন।


বুদ্ধিমতী যদি হয় লক্ষীছাড়া -
      বাতাসে ভাইরাসের ছাপ লেগে,
বিপদ কালে নিকট আত্মীয়
      কাছ থেকে যায় বেগে।

পানসি নৌকা পাল তুলে যদি-
    সতর্কবার্তায় নদীতে চলে,
তারে অভিজ্ঞমাঝি বলি কি করে ?
     শ্রম স্বার্থ সব যাবে বিফলে।