ভাদ্র মাসের ঢালায়(আঞ্চলিক ভাষায়)-১
    এম,এ, সালাম
      ১৪-০৯-২০


ভাদ্র মাসের আমাবস্যার ঢালায়
আবহাওয়া এক্কালে খড়া,
হারা বছরের দ্যাওইর পর
মোগো মোন নাই এহন মরা।


এক্কালে কোলার পানি হুগাইয়া
রাক ট্যাক গেছে ফাইট্টা,
গোদা আর কাডালি চিংগইর
পানির উফরে উঠছে আইট্টা।


আইজগো মোগো আইল্লা গেছে
বীজ তুলতে বিছলা খলায়,
যাইয়া দ্যাহে খলার পানি
এক্কালে লইয়া গ্যাছে ঝোলায়।


কৈ মাছ আর পুডি মাছ গুলা
রৌদে মইররা চিত্তারাইয়া রইচে,
খইল্লার দারে এই কতা হুইন্না
বুয়ায় টোহাইয়া আনতে কইছে।


বালতি লইয়া কোলায় গেলাম
কৈ, হৌল মাচের কথা হুইন্না,
বালতিয়ে হইররা আনলাম চ্যাং
কয় একশো কই কাডালি গুইন্না


ছোড গেউদ্দা আনছে কাডালি গোদা
বড়ো মেয়াগো বিলে গোনে,
এক জনে অনুমান হরছে
এহ্যানে মাছ অইবে কয়েক পোনে।


চিতলা পাইলায় কাডালি বাজ্জে
তেল গরম মসল্লা দিয়া,
মজা হইররা খাইছি মোরা
আউশের পান্তাভাত নিয়া।


এমন খরা দেহি নাই মোরা
মোগো বরগুনার জীবনে,
বালতি হইররা মাছ আনছে সবাই
যে মাছ মরার কতা  হোনে।


এমন রৌদ ওঠছে কয় দিন
সবাই আউশ ইরি হুগাইয়া
কয়েক মাসের খোরাইকের চাল
মাইট ভইররা রাখছে জোগাইয়া।


আউশ চাউল দিয়া ফ্যানে ফ্যানে খায়
তালপিডা  ভাইজ্জা বরগে,
নাহৈল মিডা দিয়া পান্তা ভাত খায়
পোরা মরিচ খায় হগলে।


#শব্দার্থ
ঢালায় - অতি খরা বা মাঠের পানি শুকাইয়া যাওয়া
এক্কালে - খুব বেশী
দ্যাওইর পর- বৃষ্টির পর
এহন- এখন
হুগাইয়া - শুকাইয়া
কাডালি চিংগইর- মা চিংড়ি মাছ
পান্তাভাত- পানিভাত
মিডা- মিঠা
নাহৈল - নারিকেল
হগলে -সবে
ফ্যানে ফ্যানে - গলাভাত
মাইট- ধান চাল রাখার মাটির পাত্র
খোরাইকের চাল- সারা বছররের প্রয়োজনীয় চাল
মোরা- আমরা
চিত্তারাইয়া- মরে চিৎ হয়ে থাকা
চিতলা পাইলা- মাছ ভাজার কড়াই
পোনে- ৮০ টিতে ১ পোন
আইজগো - আজ
আইল্লা- কাজের লোক
বিছলা  খলায় - পানি আটকে থাকা আবদ্ধ বীজতলা
ফাইট্টা- ফেটে যাওয়া