ভাল মন্দেই জীবন
    এম,এ,সালাম
     ০৭-০৪-২১
***--***--***-- ***--
আকাশটা নীল দেখা যায়
সমীরণটা যে কেমন?
ধরণীটা চ্যাপ্টা না গোল
ভাবছি কেমন এমন।


ভাবছি আমরা যে যার মত
কারো সঠিক লাগে,
সন্ধ্যা দেখায় আগেই আলো
কোথায় যেন বাগে।


নিজ বিবেকের চোখে দেখো
কে ভাল আর মন্দ?
সুখের আশায় ছুটে চলছি
নেই কোন আর দ্বন্দ।


কোটি কোটি পথ যে পেরোই
পথে বাঁধা দেখলে যেন
নিজের ঘামের পরিশ্রম টুকু
বিফলে যায় না যেন।


ভালোতেও দোষ,খারাপেও
আসলটা খুজবো কিসে,
বহুরূপী মানুষের মন দেখিলে
সত্য ছুঁয়ে যায় বিষে।


তবুও ভাই আসলের খোঁজে
সময় করছি পার,
এই জীবনে ঐ লক্ষ্য মাত্রায়
পৌছতে পারবো আর।


খারাপিতে ঘেরা এই জগৎ
মন্দে ছুঁইছে সব,
সুশীল সমাজের অন্ধ চোখ,
নেই বিধাতার রব।