ভাল থেকো নিহার
     এম,এ,সালাম
      ২২-০২-১৮
ভাল থেকো আকাশ বাতাসের মত
    ভাল থেকো সাগর জলের মত,
ভাল থেকো পাহার ঝর্ণার মত
     ভাল থেকো নিহারের মনখানি।


তোমাকে নিয়ে কত স্বপ্ন দেখেছি-
      যৌবনের প্রাক প্রক্কালে,
কত মালা যে গেঁথেছিলাম দু'জনে?
      ভালবাসার পরশ মেলে।


তোমাতেই যে হারিয়ে ছিলাম-
     আমার মন বাগানের মালা,
কুড়িয়ে নিয়ে গলায় পড়াতেই
     মনে বেঁধে দিয়েছো কত জ্বালা।


উদ্বাহর সময় বিলিয়ে দিয়েছো-
     তোমার সাজানো দেহখানি,
চুপিসারে তুমি বলেছিলে সেদিন
    প্রেম অভিসার কেউনা যেন জানি


লাল শাড়ী পড়ে বিয়ের পিরিতে-
     বসেছিলে কেমনে তুমি,
আলতা রাঙা রুনুঝুনু নুপুরের তালে
     আমাকে হারিয়েছো জানি।


নিহার কি করে তোকে ভুলে থাকি-
     এই ধারণাটি নেই জানা,
তোমার কাছে যে কৌশলটি আছে
      আমাকে জানাতে নে মানা।


    সতত আমি এ বর করে যাই-
      তুমি থেকো অনেক ভাল,
তুমি সুখী থাকিলে আমি সুখ পাব
      আমার আত্মা থাকিবে ভাল।