ভালবাসা বনাম স্বার্থ-
    কে বল গো বড়?
স্বার্থের কাছে ভালবাসা
   হয় যে নর বর।


ভালবাসতে সবাই  চায়-
    স্বার্থের কাছে এই ভালবাসা ,
বুঝি আসে না কেমন করে
    একদিন হয় যে পরাজয়।


টাকা যদি ভালবাসার-
    সুপ্রিয় বস্তু হয়,
এই ভালবাসা কোনদিনই
    খাঁটি ভালবাসা নয়।


ভালবাসা আর স্বার্থ যদি-
   এক পাড়ায় বাস করে,
বল,বল জ্ঞানী-গুনীজন
    তাকে ভালবাসা বলিতে পারে।


স্বার্থের জন্য টাকার জন্য-
    হিতে হয় বিপরীত,
ভালবাসা নাকি বিকিয়ে যায়
   নাইরে জ্ঞান হিতাহিত।


অনেকেই টিপ্পনী কাটে-
    দুর্দিনে প্রিয়জন চলে গেছে,
হায়! ক্ষতিয়ে দেখলাম
    স্বার্থের কাছে ভালবাসা মিছে।