ভালবাসা উজাড় করে ভালবাসিলাম যারে-
ক,দিন পড়েই স্বার্থের লাগিয়া পড় করিবে মোরে।


দিনকে,দিন বলে নি,রাতকে বলে নি রাত-
সুখের দিনে সেই বন্ধু, দেয় দুঃখের বাত।


শ্রম দিয়ে রক্ত দিয়ে হয়েছি দুঃখের দিনের সাথী-
বিপদে পড়িলে সেই বন্ধু কেন জ্বালায় লালবাঁতি।


নিজের সম্বল যাহা  কিছু ছিল সব দিলাম বন্ধুরে-
দুঃখের দিনে সেই বন্ধু কেন থাকে
দূরে দূরে।