ভালবাসার সুত্রপাত
         এম এ সালাম
               ১৩/১০/১৯


সেদিন তোকে পেয়েছি গন্ধরাজ ফুল থেকে-
সকালবেলা পূর্বাকাশে গোধলীর আভার মত,
সুর্যের প্রখর আলোতে ফুলটি নেতিয়ে পরলেও
ফুলের সৌন্দর্য ক্ষীন হলেও, মন থেকে ঝড়ে পর নি।


তবুও তোমার গন্ধ ছড়ায় দখিনা সতেজ মলায়-
আসক্তি,আবেগ,উৎকণ্ঠা স্থিতি হয়ে থাকে,
পরন্ত বিকালে সবই হারিয়ে ফেলি নতুনের আশায়
বুঝতে পারেনি কি ছিল তোমার অজানা সমুদ্রে।


রজনী ফুরিয়ে গেল,তোমাকে কল্পনা করে-
কিন্তু,ফুল ফুরালোনা ভালবাসার পরশ থেকে,
ভালবাসা হয় নাকি এক শ্বেত গন্ধরাজের আমান্ত্রনে?
তুমি ছিলে অপরিপক্ষ একটি সাদা  ফুল।


না বুঝেই এই ফুলটি সাদরে গ্রহনে করেছিলাম-
আমার জীবনের কঠিনতম একটি অধ্যায়ের শুরু,
আশার ছলে বুক বেঁধে হৃদয় ভালবাসায় পূর্ণ হল
ভালবাসা বিলিয়ে  দিলাম,তোমার প্রতি।


সেই থেকেই কত কষ্ট করেছ  বঞ্চনার বোঝা লয়ে-
তবুও কিছু চাওয়া ছিলনা,ভালবাসার বিনিময়ে,
বাহিরের মলয় দুষিত আবহাওয়ায় ভরে গেল
তারপরও ভালবাসা হারিয়ে যায় নি আমা হতে।