ভালবাসার টানে
       এম,এ,সালাম


গাঁয়ে আছে ভালবাসা, আছে স্নেহ মায়া-
ভুলিতে পারি না কভু,আম বাগানের ছায়া।


মেঠোপথে সবুজ গাঁয়ে পাতার ফাকে ফাকে-
দুই ধারে বকুল গাছে,নানা পাখী ডাকে।


মাঝে মাঝে আমগাছ, জাম গাছ,মেহগনি-
পথের পাশে দুই ধানে আছে তাল বেগুনি।


ঝোপঝাড়,বাঁশঝাড় আছে রেন্টির বাগান-
শিমুল ডালে কত পাখি গায় শুধু গান।


মাঠের পাশে পথের পাশে দেখি কত ঘরবাড়ী-
বটের বৃক্ষের ছায়ে মিলেমিশে আত্মীয় গড়ি।


গাঁয়ের খালে তরী লাগে  হতে পাড়াপাড়-
যাত্রীরা সব বোঝা লয়ে হবে পাড়াপার।


গাছের ছায়ায় গরুর রাখাল বাঁশির সুরে
মনানন্দে গান করে মাথা ঘুরে ঘুরে।