ভালবাসার প্রতিদান
               এম, এ, সালাম
                       ১১-০৪-২০


যার লাগিয়া এত কাঁদি
              সে করে মোরে দোষী,
সামান্যতম স্বার্থের লাগি
              সে গলায় লাগায় ফাসী।


কত যে তারে বাসিতাম ভাল
            আমার হৃদয় আচলে
অকারনে দোষী করে তিনি
            কোথায় গেলেন চলে?


মাঝে সমুদ্রে একা ফেলে
         শুধুই উপহাস করে,
অকৃতজ্ঞ হয়ে বিদ্বেষ বসত
   কার মনে বসত করে।


এত সন্দেহ তাহার হৃদে
         জানা ছিলনা আমার,
মনের কথা জানতাম যদি
    প্রতিবাদ করিতাম তাহার।


যার লাগিয়া চুরি করিলাম
            সে আমায় বলে চোর ,
এই কষ্ট আর দুঃখের কথা
           শুনে হয়েছি বিভোর।


রাত কাঁদি আর দিন কাঁদি
       শুধুই তাহার লাগিয়া,
কষ্টের কারণে চোঁখ ফাটিয়া
      অশ্রু পড়ে গড়িয়া গড়িয়া।


কষ্ট যদি দিবারই চাও
                 দিও ভেবে চিনতে,
টাকা দিয়ে আমারে তিনি
           না পারবি কিনিতে।