ভালবাসার শেষ ভরসা
     এম,এ,সালাম(সুর ও ছন্দের কবি)
     ১২-০১-২০২২
°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বাবা-মায়ের করুনাতে
দেখলাম জগৎ মুখ,
তাদের দোয়ার বদৌলতে
মুছবে সকল দুঃখ।


ছায়াবৃক্ষের মতো তারা
মোদের ছাঁয়া দেয়,
দুঃখ কষ্ট  যতই  আসুক
মাথা পেতে নেয়।


তাদের সুখটা ভুলে গিয়ে
মোদের সুখটা চায়
আমরা কামিয়াব হলে পরে
মনের শান্তি পায়।


সন্তানদের ভালো দেখতে
তারা কত জ্বালা শয়,
খোদার কাছে দু'হাত তুলে
মোদের কথাই কয়।


সন্তানের জন্য বাবা মায়ে
জীবন বিলিয়ে দেয়,
সকল স্বার্থ ত্যাগ করিয়া
সন্তানের ভালো চায়।


ধরার মাঝে বাবা-মায়ের
কোন তুলনা যে নাই,
হৃদ মাঝারে তার ছবিটা
ভালোবাসার ঠাঁই।