ভাষার ডাকে
    এম, এ, সালাম
      ২২-০২-২০


মায়ের ভাষার ডাকে দিল যারা-
    ওই  রাজপথে স্লোগান,
মায়ের মুখের মান রাখিতে সেদিন
      বিলিয়ে দিল  তাজা প্রান।


রফিক, শফিক, সালাম, বরকত-
     মান রাখিতে দেশের তরে,
নাম না জানা মায়ের দুলালেরা
     বাংলা ভাষার জন্য মরে।


বাঙ্গালী, উর্দূ ভাষার কথা শুনে-
     বিদ্রোহের আগুন জ্বালায়,
পাকিস্তানিরা ঐ উর্দূ ভাষার জন্য
     কত যে কেরামতি চালায়।


সব পরিকল্পনা দূলিসাৎ করে-
    ছাত্ররা ভাষা সংগ্রাম চালায়,
পাকিস্তানিরা উর্দু ভাষার জন্য
      কত আগুন যে জ্বালায়।


বাংলা ভাষা ফিরে পেয়ে সেদিন-
     দোয়া করেছে তাদের জন্য,
বাঙালী বধুরা ইজ্জত বিকিয়েছে
     মায়ের ভাষা রক্ষার জন্য।


বাঙালীর ত্যাগে অর্জিত হয়েছে-
     মোদের মায়ের ভাষার জয়,
আত্মহুতির এই ঋন কোনদিন
      কেহ শোধ করিবার নয়।


ভাষার ডাকেই স্বাধীনতার ডাক-
    এসেছিল বাঙালীর মাথায়,
স্বাধীন আন্দোলনের শুভ সুচনার
     উৎপত্তি স্থল ছিল তথায়।