ভাষার ইতিহাসে বায়ান্ন
     এম,এ,সালাম
      ২১-০২-২১
-------------------------------------
বায়ান্নতে মুক্তিযুদ্ধের প্রথম পটভূমি,
বায়ান্নতে স্বাধীনতার প্রথম পদধ্বনি।
যে ভাষাতে কথা বলছি আমরা সবাই
এই প্রজন্মকে সে ইতিহাস কত জানাই?
মাতৃভাষার মানা রাখিতে সেই বায়ান্নতে
পিচঢালা রাজ পথ ভেসেছিল রক্তস্রোতে।
আমার ভাইয়েরা ভয় করেনি জীবন দিতে,
এই ইতিহাস দ্বিতীয় নাই সারা  পৃথিবীতে।
রাষ্ট্র ভাষা বাংলা চাই  শুরু এই স্লোগানে
জীবন বাজি  রেখে চলছি সম্মুখপানে।
এই ভাষা বিনে হয় না বাঁচার কোন মানে
এই ইতিহাস কিনিছি আমরা রক্তের দামে।
গুলি আঘাতে ঝরেছিল প্রান সে প্রভাতে,
সেদিন একুশ তারিখ ফেব্রুয়ারী বায়ান্নতে।
কেঁদেছে ধরা ছেলে হারা মায়ের আহাজারিতে,
সেই ইতিহাস রাখতে হবে বাঙালির  চেতনাতে।
রফিক সফিক সালাম বরকত নাম না জানা কত
রক্তে মাংসে বাঙালি ছিল তোমার আমার মত।
হটেনি পিছু, পাইনি ভয় ,করেনি মাথা নত,
ভাষার জন্য জীবন দিয়ে ইতিহাসে অক্ষত।