ভাতিজার কুকুর ছানা
   এম,এ,সালাম
   ০৯-১২-২০২১
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ভাতিজার পোষা কুকুর বাচ্চা
করে ভাল খাবার খোঁজ,
নরম হাড়ঘোর না হলে তার
হয় না ভালো ভোজ।


হাড় না হলে কুকুর ছানার
রাগটা ভীষণ  হয়,
রাগের চোটে ঘেউ ঘেউ করে
ডাকতে সদা রয়।


সুখ সাচ্ছন্দ্যটা ভালবাসে
রুমের পাশে থাকে,
অচেনা লোক দেখলেই সে
হাউম করিয়া উঠে।


তাকে মাছ গোস্ত খেতে দিলে
আরাম করে খায়,
বড় হাড়ঘোর কেউ দিলে সে
অনেক পায় ভয়।


ভয়ের তরে কুকুর বাচ্চাটা
হারায় মনের বল,
পাকের ঘরে বালতি হইতে
খেতে থাকে জল।


খেলার ছলে কুকুর  বাচ্চাটা
শিশুদের তেড়ে যায়,
এই কারনে মাঝে মাঝে সে
লাঠির পিটান খায়।


মাঝে মাঝে আটকে রাখে
কোথাও সে গেলে,
ফিরে আসার সংকেত পেলে
তাকায় চোখ মেলে।