ভেলকি বাজি
      এম,এ,সালাম


ওগো ললনা কর না ছলনা-
   বিসংবাদ কেন বেঁধে দিলে,
বিকৃতি কথা হয় না যথা
  ঐক্যের চিরো ফাটল ধরিলে।


সৎ উপদেশ বর্জন করিয়া-
    করো নি কি মহাভুল,
যে ভুলের ই মাশুল দিতে
     অকুলের পাবে না কুল।


আড়ালে আড়ালে চুকলি কর-
   কেন অপবাদ দাও মোরে,
অধুনা তোর কুট কৌশলে
    ওরা সব নিয়েছিল কেড়ে।


বদনের পানে চেয়ে দেখ-
   পরেছি বিষন্নতার চাপ,
প্রতারণা ছেড়ে দিয়ে তুমি
    বিলিয়ে দাও ভালবাসার ছাপ।


ভেলকি বাজি আর তেলেশমাতি-
   তোর মনোদ্বারা কি হতে পারে?
যাকে তুমি অপবাদ দাও,
    সে একদিন আপন হতে পারে।



রচনার সময়কালঃ ০৬-০৪-১৮,  রাত্র ১০.০০