অধিকার যে দাদায় দিয়েছিল-
     আমার বাবার নিকট,
বাবার থেকেই অধিকার পাই,
     আমার বাস্তভিটার।
জংগল জুড়ে গুছিয়ে নিয়েছে-
     প্রয়োজনের জমি,
সেই জমিতে আবাদ করে,
    ফসল ফলাই আমি।
দাদার সম্পত্তি পেয়ে বাবায়-
    নিজেকে ধন্য মনে করে,
সেই জমি চাষাবাদ করে,
     পরপাড়ে গেছে চলে।
উত্তারাধিকারে জমি পেয়েছি-
     আমার বাবার থেকে,
আসলেই এই অধিকার আমার,
     দাদার কঠোর পরিশ্রমে।
অধিকার নিয়ে  বেঁচে আছি-
     রঙ্গময় ভব্যতার মাঝে,
অসভ্য কিছু লোক আছে যারা,
    বুদ্ধি বিক্রি করে।
আমার অধিকার আমার কাছে-
   ইসলাম বলে দিছে,
বাড়ীর পাশের অসভ্য ভাইরাস,
   আমার বারোটা বাজাইছে।
বাস করি নিরিবিলিতে-
    আমার বসত ঘরে,
বাবার হাত কাটা জমি হতে,
   আমায় কে বঞ্চিত করে।
এই বাস্তভিটা মহা অধিকার-
   মরে গেলেই ঠুস,
জ্ঞান গরিমা মৃত্যুর পড়ে,
     শুধু ইতিহাসেই চুপ।