ভিটে বাড়ীর পাংশু
   এম এ সালাম
    ২৯-০৩-১৯


বাবার থেকে বাবায় পেয়েছে-
     পৈত্রিক ভিটে বাড়ী,
সন্তানেরা বেহিসেবি তাই বাটিকা
     রক্ষা করিতে নাহি পারে।


চার ছেলেমেয়ে  রেখে পিতায়-
   একদিন পরপাড়ে পাড়ি জমায়,
লাখে লাখে টাকা যাহা ছিল
    লেখা ছিল হিসেব নামায়।


দুই ছেলে আর দুই মেয়ে ঔরষে-
    ছেলেমেয়ে বিয়ে দিয়ে যায়,
কোন রকমের আনন্দ করিয়া
     নিকটে আশেপাশে উদ্বাহ দেয়।
    
শিক্ষক পিতায় ভালবাসিত-
   আদরের ছোট ছেলে সন্তানেরে,
যাহা চাইত তাহাই দিয়ে দিত
    কোন কার্পান্য করিত না,রে।


ছোট পুত্র বধুকে ভালবাসিত-
   মেয়েদের চেয়ে ঢের বেশী,
যাহা চাহিত তাহাই বিলাতো
  বউ আচারণে আঘাত দিত বেশী।


অতি আদরে মাথায় উঠেছিল-
     ব্যায়ের হাতটি গেল বেড়ে,
আয়ের চেয়ে ব্যায় বেশী করায়
      বিধি সুখ নিয়ে গেল কেড়ে।


ছোট ছেলের পিছে জরিমানা দিয়ে-
    নগদ লক্ষ লক্ষ টাকা শেষ,
স্ব্রর্ণালাংকার যাহা কিছু বউয়ের
     বাধা রেখে করিল সবিশেষ।


দু,ভাই মিলে নিকেত বিকিয়াছে-
    বিক্রি করিয়াছে গাছপালা,
বাবার গাছের ভাগ বসাইতে
    আসতে পারে কোন শালীশালা।


মায়ের গদলা বিক্রি করিয়াছে-
    এবার পৈত্রিক ক্ষেত্রজ বিক্রি শুরু,
পান-সিগারেট আর আড্ডাবাজিই
     দেনা দৈন্যদশার মহাগুরু।


ঘরের ভিটেয় সরিষা লাগাইছে-
   মানষে ধরিয়া খায় কুণ্ডের মাছ,
এফরানের মৌলি যে টুকু ছিল
  ছেলেরা বিক্রি দিয়ে করে শ্যাষ।


শহরের পাংশুর বায়না করেছে-
    আদরের ছোটছেলে বউ,
বোনদের বপ্র আসে যদি দখলে
    শেষ করিব আসিলে যে কেউ।


পিতা মাতার কবর দু -খানা-
    অযত্নে পড়ে রয়েছে বাগানে,
ঘরের ভিতটা পরিনত হচ্ছে
    ঠাকুর মশায়ের গোবামে।