অর্থের অভাবে উপায় না পাইয়া-
    মনে মনে যব করিতে থাকে,
কোন এক কৌশলে বাপুর,
    অর্থের অভাব গুছে।
হেন কালে এক দরবেশ সাজিয়া-
   মাথায় পাগড়ী জুব্বা পড়ে,
টুপি মাথায় মুখে দাড়ী,
    পীর দাবী করিয়া বসে।
কাঁদ কাঁদ ভাব প্রকাশ করে স্বভাব-
    তাঁশবি হাতে মুখে আল্লাহ,
রুম সাজাইয়া আস্তানায় থাকে বসে,
    বলে,দেখা হবে রোজ কিয়ামতে।
কুরচিতে বসা মনে উচ্চাশা-
     মুরিদ চাপে পা,
বলে আমার থেকে দোয়া নিয়ে,
     জান্নাতে চলে যা।
মহিলা মুরিদ আসলে পড়ে-
    পাশে বসায় তার,
সময় মত গায় হাত দিয়ে,
    ফু-দিয়ে দেয় বর।
আঙ্গুল চুষলে রোগ ব্যধি যায়-
    জীবনের তরে সরে,
ইহার বেত্তায় করিস যদি,
     তাহলে যাবি মরে।
গোসলের পানি নেয়ামত বুঝে-
    যদি একবার খায়,
ছেলে সন্তান উভয়ই হবে,
     এই পানির উচিলায়।
সুন্দরীদের দেখলে পড়ে-
    খায়েস তাহার বাড়ে,
সন্ধার পড়ে দেখা করলে,
    রোগ ব্যধি যায় সেরে।
আমার রূপে আল্লাহ আছেন-
    আরশের ভিতরে,
সাফায়েত করিবে খোদা,
     আমার নেয়ামতের খাতিরে।