ভ্রুলেখার দোষে
      এম,এ,সালাম
       ১১-০৬-১৮


নিষ্পাপ হয়ে জন্মেছিলাম-
   করুণাময় জগদ্বাসীর ঘরে,
তিলে তিলে যে বড় হয়েছি
    কত আদর যত্নে মায়ের।


দোষ ছিলনা রাজ কপালে-
   ধরায় জন্ম হয়েছিলাম,
তোমার আলো বাতাস খেয়ে
    তোমার কি দোষ করেছিলাম।


গোপাল গেছে যে পথে ভাই-
    কপাল গেছে সেই পথে,
কর্মগুনে সবার কপালটি গেছে
     নিজের অদৃষ্টের পিছে পিছে।


অঙ্কন করে দিয়েছিল বিধি-
    শৈলপ্রান্তের যত ছবি,
যার পরিপ্রেক্ষিতে উপবিষ্ট
    আমি এক ক্ষুদ্র কবি।


ললাটে যাহা লেখা থাকুক-
    সত্যের কলম ছুড়ে যাব,
সত্য কথা প্রকাশিয়ে আমি
    জীবন দিয়ে দিব।


জীবনটা যে গোলাপের মত-
   ভোরের আলোয় পরিস্পুটিত নয়,
ব্রুলেখায় দোষে জীবনটা আজ
     হচ্ছে তিলে তিলে ক্ষয়।